গাজার সীমান্ত অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হামাসের তীব্র প্রতিরোধ ও ভয়াবহ হামলার মুখে পিছু হটতে শুরু করেছে ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও বুলডোজার। খবর আল জাজিরা
গাজার শাসকগোষ্ঠী হামাসের এক মুখপাত্র সোমবার (৩০ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, গাজার সীমান্তবেষ্টনী থেকে অন্তত তিন কিলোমিটার দূরের সালাহ আল-দ্বীন সড়ক থেকে ইসরায়েলি সেনারা ট্যাংক ও বুলডোজার নিয়ে পেছন ফিরে যাচ্ছে।
গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল আল-কুদসে ইসরায়েলি হামলার শঙ্কা আরও তীব্র হয়েছে। এর আগে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয় ইসরায়েল সেনাবাহিনী। হাসপাতালটিতে হামলা চালানোর উদ্দেশ্যে তারা এটি খালি করার নির্দেশ দেয়। তবে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট এমন সিদ্ধান্তের সমালোচনা করে জানিয়েছে, এই অনৈতিক নির্দেশ মানা অসম্ভব।
গত চার দিন গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ট্যাংক নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দিনরাত স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
সিরিয়া ও লেবাননে সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের বিরুদ্ধে তাদের কার্যক্রম মধ্যপ্রাচ্যে বিস্তৃত হতে পারে। সোমবার (৩০ অক্টোবর) সকালে সিরিয়ায় এবং হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবানেন জেট ফাইটার থেকে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলা ইসরায়েলের ভূখণ্ডের মধ্য থেকেই চালানো হয়েছে।