বিশ্বকাপে এখনও পর্যন্ত ভাল ফর্মে রয়েছে ভারত। প্রথম পাচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। সেমিফাইনালের দিকে এগোচ্ছে রোহিত শর্মার দল। কিন্তু এখনই দু’টি দলের বিরুদ্ধে রোহিত শর্মাদের সতর্ক করে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতির মতে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ভারতকে।
ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন সৌরভ বলেন, ‘‘ভারতের সব থেকে বড় দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওরা খুব ভাল ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও খুব ভাল ছন্দে আছে।’’
তবে একটি দলের খেলা দেখে হতাশ সৌরভ। তারা হল ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা অবাক করেছে তাকে। সৌরভ বলেন, ‘‘কোনও দিন ভাবিনি ইংল্যান্ড এ রকম খেলবে। তবে এটাই ক্রিকেট। আগে থেকে কিছু বলা যায় না।’’
রোহিতদের সবার আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘‘এখনই বিশ্বকাপ জেতার কথা ভাবলে চলবে না। আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে এগোতে হবে। তারপরে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতে হবে।’’