২৮ শে অক্টোবর ঢাকা মহাসমাবেশ থেকে মির্জা ফখরুল আহমেদ ঘোষণা দিয়েছিলেন ২৯ অক্টোবর সকাল সন্ধ্যা হরতাল। কিন্তু জামালপুরের সরিষাবাড়ী আজ হরতাল পালিত হচ্ছে। ঢিলেঢালাভাবে রাস্তায় তেমন কোন গাড়ি চোখে পড়ছে না, ছোটখাটো রিকশা ভ্যান চলছে। বড় কোনো গাড়ি চোখে পরছে না। পুলিশ রাস্তায় টহল দিচ্ছে এবং তার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫০ থেকে ২০০ মোটরসাইকেল মহড়া চলছে। শিমলা বাজার হতে আরামনগর বাজারের ঝালোপাড়া মোড় পর্যন্ত তারা মহড়া দিয়েছে এবং সরিষা বাড়ি থানা মোরে মহড়া শেষ করেছে। আজ বিকেলের দিকে শান্তি মিছিল বের করবে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপি’র কোনো নেতাকর্মী রাস্তায় দেখা যাচ্ছে না এবং সরিষাবাড়ী পৌরসভার মেয়র সাহেব বক্তব্য দিয়েছেন। আরাম নগর জিকে মার্কেটের সামনে নৈরাজ্য করতে দিব না। হরতালের নামে সরিষাবাড়ীতে কোন দোকানপাট বন্ধ থাকবে না। রাস্তাঘাটে রিক্সা ভ্যান চলবে যদি কেউ বাধা গ্রস্থ করে তাহলে আমরা প্রস্তুত আছি কঠুর হাতে মোকাবেলা করব।
আওয়ামী লীগের হরতাল বিরোধি মহড়া
Share!