সদ্য ঘোষিত সরকারের সর্বজনীন পেনশনের টাকা নয়-ছয় হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে অপপ্রচার চলছে বলেও জানান তিনি। দেশবাসীকে এ ব্যাপারে সচেতন হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর ও সম্প্রতি অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস সামিটে যোগদানপরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ জনগণের জমা দেওয়া সর্বজনীন পেনশনের টাকা ব্যবহার করে আগামী নির্বাচন করবে-এমন অভিযোগ উঠছে৷ এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, জনগণের পয়সা মেরে নির্বাচন করতে হবে এমন অবস্থায় আওয়ামী লীগ পৌঁছায়নি।
প্রধানমন্ত্রী সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘এই টাকা অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। এটা সরকারি কোষাগারে যাচ্ছে। এই টাকা কেউ তুলতে পারবে না। নয়-ছয় করতে পারবে না।’
অপপ্রচারকারীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘এটা করা হচ্ছে পরশ্রীকাতরতায়। যারা নিজেরা কিছু করতে পারে না, যারা অর্বাচীন, তাদের নেতিবাচক কথায় কান দেবেন না।’
সরকারপ্রধান বলেন, ‘যারা এখন নেতিবাচক কথা বলছে, তারাও এই পেনশনে যুক্ত হবে, এটা আমি বলে দিতে পারি।’
নেতিবাচক কথায় যেন কেউ বিভ্রান্ত না হয়, জনগণকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।