Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আওয়ামী লীগ সরকারের আমলে সকল ভাতাভোগীরা নিয়মিত ভাতা পান-এনামুল হক এমপি

বাগমারা প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগীরা নিয়মিত ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের মুখে হাসি ফটিয়েছেন। গরীব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত ভাতা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে জন্য সরকার বিভিন্ন ভাতা চালু করেছে মোবাইলের মাধ্যমে। সরকারী সেই ভাতা পাওয়ার ফলে ওই সকল অসহায় ব্যক্তিদের সমাজ কিংবা পরিবারের বোঝা হয়ে থাকতে হচ্ছে না। আওয়ামী লীগ সরকার গরীব দুুঃস্থ অসহায়দের সম্মানিত করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর সুুযোগ্য কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও পাচ্ছেন সুবিধা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা দেশে সরকার গঠন করেছে তারা কেউ অসহায় মানুষের কথা চিন্তা করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বীর মুক্তিযোদ্ধা সহ অবহেলিত সামাজিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের সামগ্রীক উন্নয়নের পাশাপাশি উন্নয়ন ঘটিয়েছেন অসহায় জনসাধারণের। কেউ যেন খাদ্য সমস্যায় পরিবার নিয়ে কষ্ট না পায় সে কারণে খাদ্যবান্ধব কর্মসূচী চালু করা হয়েছে ১৫ টাকা কেজি চাল ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে টিসিবি চালু করা হয়েছে। মায়ের মোবাইলে মাতৃকালীন ভাতা প্রদান করা হচ্ছে। দেশবাসীর কল্যাণে কাজ করছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোন একক গোষ্ঠী বা অঞ্চলের উন্নয়ন না আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। শনিবার (২৯ শে জুলাই২০২৩) বিকাল ৫ টার সময় উত্তর একডালা দাখিল মাদ্ররাসা মাঠে ভবানীগঞ্জ পৌরসভার সকল প্রকার সরকারী সুফলভোগীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক আরো বলেন, পর্যায়ক্রমে সুবিধাভোগীর তালিকা বৃদ্ধি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সকল ভাতা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
ভবানীগঞ্জ পৌরসভার মেয়র ও বাগমারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃআঃ মালেক মন্ডল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুুল জলিল এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু,এ্যাডঃ আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, বাগমারা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মোছাঃ পারভীন আক্তার, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক প্রামানিক, বড়বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (রেজা) ঝিকরা ইউনিয়ন যুুবলীগের সভাপতি দেওয়ান মোসারফ হোসন প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top