আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটায় প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ।
সোমবার (২৪ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে এ বিপর্যয় ঘটে। এরপর দুপুর ২.২২ মিনিটের দিকে সরবরাহ স্বাভাবিক পর্যায়ে আসে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন বলেন, গ্রিডে কিছু কারগরি ত্রুটির কারণে সামান্য সমস্যা হয়েছিল। এতে প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দুপুর ২.২২ মিনিটের দিকে স্বাভাবিক হয়েছে।
গত কিছুদিন ধরে সিলেটে বিদ্যুৎ সমস্যা প্রকট হয়ে উঠেছে। চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম হওয়াতে লোডশেডিং বেড়ে গেছে। এতে সর্বসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আজ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়ের কারণে একযোগে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ল সিলেট বিভাগ।