জধানীর ডেমরায় নির্মাণাধীন একটি ভবনে ক্রেন দিয়ে মালামাল ওঠানো হচ্ছিল। এমন সময় ক্রেনটি ছিঁড়ে নিচে পড়ে। নিচে কাজ করছিলেন মোস্তফা, মিজান আর জাফর নামে তিনজন শ্রমিক। ক্রেনটি ছিঁড়ে তাদের ওপর পড়ে। ফলে, তারা ঘটনাস্থলেই মারা যান বলে দাবি ডেমরা থানা পুলিশের। আজ শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে ডেমরা থানার সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার বিকেলে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান ও পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা।
শফিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।’
এ প্রসঙ্গে ফারুক মোল্লা বলেন, ‘সানারপাড়ের কোদালদিয়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সাত তলায় ঢালাইয়ের কাজ চলছিল। মামালাল ওঠানোর জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছিল। ক্রেনটি দিয়ে মালামাল ওঠানোর সময় মাঝপথে ছিঁড়ে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে তিন শ্রমিক নিহত হন। আহত হয়েছেন একজন।’
ফারুক মোল্লা আরও বলেন, ‘নিহত মোস্তফার গ্রামের বাড়ি বরগুনা, মিজানের গ্রামের বাড়ি কুমিল্লা এবং জাফরের বাড়ি চাঁদপুর। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।