বাগমারা প্রতিনিধিঃ আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে সব নাগরিক কে সুুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি সব গ্রামে কে শহর করে পরিকক্পিত ভাবে গড় তুলতে গ্রাম- পর্যায়ে রাস্তার সিসি ঢালাইয়ের কাজ চলছে তার ধারাহিকতায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জুুন ২০২৩) সকাল ১০ টার সময় ইউনিয়নের ঝিকরা জোয়ানভাগ গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি রাস্তা ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন,ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -মোঃ রফিকুল ইসলাম।
পরে এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে ঝিকরা জোয়ানভাগ /মরুগ্রামে অবহেলিত এই রাস্তাটির কাজ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে
ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তায় প্রকল্পের মাধ্যমে রাস্তাটির নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তার বেহালদশা ছিল। একই প্রকল্পের আওতায় ঝিকরা ইউনিয়নের ঝিকরা জোয়ানভাগ/মরুগ্রামে রাস্তা পাকাকরণে সিসি ঢালাইয়ের কাজ হাতে নেয়া হয়েছে।
ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তায় ২টি গ্রামে রাস্তা সিসি ঢালাই করা হচ্ছে। ২টি রাস্তা সিসি করনে ব্যয় হবে ৩ লাখ টাকা।
রাস্তা ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের -সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক, মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাগমারা ঝিকরায় গ্রামীণ রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধন
Share!