Sunday , 22 December 2024
সংবাদ শিরোনাম

রাজধানী থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিলের নটরডেম কলেজের সামনের ফুটওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক মনাক্কা খাতুন বলেন, নটরডেম কলেজের ফুটপাত থেকে দুপুর ১২টার দিকে অজ্ঞাত নারীর অচেতন দেহ উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে পুলিশ জানতে পারে ওই অজ্ঞাত নারী ভবঘুরে ছিল। বেশ কয়েকদিন ধরে এই এলাকাতেই ঘোরাফেরা করতেন। আমরা সিআইডির ক্রাইম সিনকে সংবাদ দিয়েছি। তার পরিচয় জানার চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top