এবার চীনের ৩৭টি যুদ্ধবিমান মহড়া চালিয়েছে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে। বৃহস্পতিবার ছয় ঘণ্টার মধ্যে এসব যুদ্ধবিমান প্রবেশ করে বলে জানিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ নিয়ে চীনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তাইওয়ানের বলছে, চীনা সামরিক বাহিনীর একদিনে পরিচালিত এটি বড় ধরনের অভিযান। চীন স্বায়ত্বশাসিত তাইওয়ানকে নিজের এলাকা বলে দাবি করে। দেশটি অঙ্গীকার করেছে, প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও একদিন তাইওয়ানকে তাদের দখলে নেবে।
তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বৃহস্পতিবার ঘোষণা দেন, স্থানীয় সময় ভোর ৫টা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা সীমায় চীনের মোটে ৩৭ টি যুদ্ধবিমান প্রবেশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাইওয়ানের সামরিক বাহিনী গভীরভাবে এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে টহল বিমান, নৌযান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে।