Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ শাহজালাল বিমানবন্দরে

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০৪টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।’

কাস্টম সূত্র থেকে জানা গেছে, বেলা ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় সোনার বারগুলো।

অভিযানে উদ্ধার ২০৪টি স্বর্ণের বারের ওজন প্রায় ২৩ কেজি ৬০০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।

এদিকে, আটক স্বর্ণের বারের বিষয়ে আইনানুগ বিষয়ে ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top