বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদের আয়োজনে বার্ষিক বিরাট ইসলামী জালসা। আগামীকাল ১৯ ই ফেব্রুয়ারী ২০২৩ রোজ (রবিবার) বাদ আছর হইতে শেষ মোনাজাত পর্যন্ত । ঝাড়গ্রাম জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এ বিরাট ইসলামী জালসা অনুষ্ঠিত হবে।জালসায় কোরআন ও হাদিস থেকে তাফসির প্রেস করবেন প্রধান বক্তাঃবিশ্বনন্দিত মোফাসসিরে কোরআন সাইখুল হাদিস -বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম-ফরিদপুর।
অনুষ্ঠানে আরও তাফসির প্রেস করবেন দ্বিতীয় বক্তাঃ আলোড়ন সৃষ্টিকারী মাওলানা মোঃ মোমিনুল ইসলাম (মছির), এম,এম,(হাদিস) (ইসলামী ষ্টাডিজ) ইসলামী আলোচক, মোহনা টিভি, ঢাকা।
এছাড়াও তৃতীয় বক্তাঃ মাওলানা মোঃ মহসিন আলী, এম,এম, ইসলামী ফাউন্ডেশন, রাজশাহী। এ ছাড়াও চতুর্থ বক্তাঃঅন্ধ হাফেজ মাওলানা জনাব মোঃ শাহজাহান আলী, কালিগ্রাম, বাগমারা, রাজশাহী। -সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে তাফসির প্রেস করবেন।
উক্ত ইসলামী জালসায় দ্বীপচাঁদপুর ,আর,এম,উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত (শিক্ষক) বিশিষ্ট দানবীর ঝাড়গ্রামের জনাব আলহাজ্ব মাওলানা মোঃ এ,টি,এম, কেনান উর্দ্দিন প্রামানিক এর সভাপতিত্বে উক্ত জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বিশিষ্ট দানবীর জনাব মোঃ আশরাফুল ইসলাম (হামিদ) অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ঝাড়গ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব মোঃ আতাউর রহমান শিবলী, অধ্যক্ষ, ভবানীগঞ্জ ও কারিগরি ব্যবস্থাপনা কলেজ,বাগমারা, রাজশাহী, জনাব অধ্যাপক মোঃ কামাল হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক, রাজশাহী জেলা জাতীয়তাবাদী দল, জনাব মোঃ রফিকুল ইসলাম-চেয়ারম্যান ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদ,জনাব মোঃ আব্দুুুল হামিদ ফৌজদার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জনাব এ্যাডঃ আফতাব উর্দ্দিন আবুুল, সাবেক চেয়ারম্যান ঝিকরা ইউনিয়ন পরিষদ,জনাব মোঃ সাইদুজ্জামান (রতন)সাবেক চেয়ারম্যান -ঝিকরা ইউনিয়ন পরিষদ,মোঃ আঃ জলিল মাষ্টার,গোয়ালবাড়ি উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ এমদাদুল হক- খোর্দ্দঝিনা সহ- প্রমুখ। প্রধান পৃষ্ঠপোষকতায়ঃ বিশিষ্ট দানবীর জনাব মোঃ শাহিন উর্দ্দিন শেখ- উপ-ব্যবস্থাপক, নর্থ বেঙ্গল সুগার মিল লিঃ গোপালপুর, নাটোর। উপদেষ্টা মন্ডলীঃ জনাব মোঃ আবু বকর সির্দ্দিক, অবসরপ্রাপ্ত (শিক্ষক)ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসা, জনাব আহম্মদ আলী প্রামানিক – খোর্দ্দঝিনা, জনাব মোঃ আঃ কুদ্দুস, প্রভাষক, বাগমারা ডিগ্রী কলেজ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জনাব মোঃ আঃ সামাদ প্রামানিক-ঝাড়গ্রাম, জনাব মোঃ সুলতান, অফিসার, গ্রামীণ ব্যাংক-রাজশাহী সহ- প্রমুখঃ। সহ-সভাপতি- জনাব আলহাজ্ব আকরামুল ইসলাম-অধ্যক্ষ- অবসরপ্রাপ্ত, ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসা, বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব আফছার আলী মোল্লা, মোঃ আবুল কালাম -ইমাম, ঝাড়গ্রাম কেন্দ্রীয় মসজিদ, আলহাজ্ব মজিবর রহমান,আলহাজ্ব রমজান আলী, আলহাজ্ব আক্কাছ মন্ডল, আলহাজ্ব মোজাম্মেল হক মন্ডল-ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম নবীন -প্রবন কল্যান ট্রাষ্ট বোর্ডের এর সভাপতি সহ- সকল সদস্য বৃন্দ, বাগমারা, রাজশাহী। আমন্ত্রিত অতিথিঃঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক এবং শিক্ষক ও সকল কর্মচারী বৃন্দ। ঝাড়গ্রাম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ। আমন্ত্রিত অতিথিঃ মদাখালী বাজার বণিক সমিতির সভাপতি -মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক-মোঃ মিজানুর রহমান মাষ্টার ,মোঃ জাকিরুল ইসলাম সহ-সকল সদস্য বৃন্দ। প্রবাসীবৃৃন্দঃ মোঃ বাবলুর রহমান, মোঃ নজরুল ইসলাম,আঃ মান্নান, আঃ জলিল, মোঃ মকবুুল হোসেন, প্রমুখঃহিতৈষীবৃৃৃন্দঃ মোঃ সেকেন্দার আলী, মোঃ জেকের আলী, মোঃ শাহাদৎ হোসেন , মোঃ এমদাদুল হক, মোঃ মজিদ সহ- প্রমুখ। এ ছাড়াও জালসায় এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। দলে দলে যোগদান করিয়া সভাটিকে সাফল্য মন্ডিত করুন ও কোরআন হাদীসের অমীয় বানী শ্রবণ করিয়া অশেষ ছওয়াবের ভাগী হউণ। প্রচারে- অত্র মসজিদের মুসল্লীবৃন্দ।
বাগমারায় ঝাড়গ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদে বার্ষিক ইসলামী জালসা আগামীকাল- রবিবার
Share!