সৈয়দ শাকিল: ২৬জানুয়ারি’২৩ইং রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব নিউজ ফেয়ার গ্রুপের চট্টগ্রাম কল্পলোক আবাসিকে ব্যুরো অফিস সংলগ্ন দারুল উলূম আইডিয়াল একাডেমি প্রাঙ্গনে নিউজ ফেয়ার গ্রুপের ব্যুরোচীফ ও ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জালাল উদ্দিনের তত্ত্বাবধানে ও চট্টগ্রাম ~ ২ ফটিকছড়ি সংসদীয় আসন মনোনয়ন প্রত্যাশী, তথ্যপ্রযুক্তিবীদ ও গবেষক ড.ফয়সাল কামালের চৌধুরী সাহেবের সৌজন্যে কিছু শীতর কাপড় বিতরণ আল্লাহর রহমতে সফলভাবে সম্পূর্ণ হয়।
উক্ত শীত বস্ত্র উপহার বিতরনে উপস্হিত ছিলেন
নিউজ ফেয়ার গ্রুপের ব্যুরোচীফ ও ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জালাল উদ্দিন,সিনিয়র সাংবাদিক ও আনোয়ারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক,জুইদন্ডী আনোয়ারুল দাখিল মাদ্রাসার সুপার মফিজ উদ্দিন সিকদার, বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ন সম্পাদক ও জেকে হোল্ডি়ং লিমিটেডের এর পরিচালক মোঃ ফরিদ উদ্দিন,দারুল উলূল আইডিয়াল একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ জোনায়েদ ও কর কল্যান সংসদের সহ বিনোদনও সংস্কৃতি সম্পাদক মিন্টু চন্দ্র বৈধ্য।
মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
নিউজ ফেয়ার চট্টগ্রাম গ্রুপের উদ্যোগে শীত বস্ত্র বিতরন
Share!