Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে বিষয়টি নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২১ জানুয়ারি) সকালে বিচার প্রশিক্ষণ ইউনিস্টিউটে অতিরিক্ত জেলা জজদের প্রশিক্ষণ কর্মশালায় এই আহ্বান জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই মেয়াদ শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। ২৩ এপ্রিল শেষ হচ্ছে তার কার্যকাল। অর্থাৎ আগামী নির্বাচনের সময় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত থাকবেন নতুন রাষ্ট্রপতি। কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে বিষয়টি নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী।

কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ায় বিচারক আইনজীবীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে আইনমন্ত্রী বলেন, বিচারকদের সঙ্গে খারাপ আচরণ করলে আইনজীবী ক্ষতিগ্রস্ত না হলেও তার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন। কারণ বিচারকের হাতে কলম থাকে।

দাবির মুখে কোনো বিচারককে বদলি করা হবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছেন। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top