মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেননি চিত্রনায়িকা পরী মণি। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ মার্চ পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আজ বুধবার (১১ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এই আদেশ দেন।
পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতে আসামি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলম হাজির ছিলেন। তবে পরী মণি অসুস্থ থাকার কারণে আদালতে সাক্ষ্য দিতে আসেনি। তাঁর পক্ষে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অপর আসামি হলেন শহীদুল ইসলাম।
গত বছরের ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ওই বছরের ১৪ জুন সাভার মডেল থানায় পরী মণি বাদী হয়ে মামলাটি করেন।