চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার অন্তরগত ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ:)উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ২০০০ বার্ষিক সাধারণ সভা ০৭-০১-২০২৩ ইংরেজি তারিখে দেয়াং রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে ব্যাচ ২০০০ গত এক বছরের ও আগামী এক বছরের এবং ২০২৪ সালে স্কুলের বর্ষপুর্তিসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়। বন্ধু জাহাঙ্গীরের আম্মার রোগ মুক্তির জন্য ও প্রয়াত শিক্ষকদের জন্য এবং প্রয়াত বন্ধু বান্ধবীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন ব্যাচ২০০০ ও নিউজ ফেয়ার এর ব্যুরোপ্রধান মোহাম্মদ জালাল উদ্দিন, ব্যাচ২০০০ এর সৈয়দ আরমান, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ নজরুল, আশিস, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ টিপু, মোহাম্মদ মোকতেয়ার, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ জামাল এবং প্রবাসী ব্যাচ২০০০ বন্ধুরা ভার্সোয়ালী যুক্ত থেকে বক্তব্য রাখেন।
ব্যাচ ২০০০ বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
Share!