Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পহেলা জানুয়ারি থেকে খোলা তেল বিক্রি বন্ধ

আগামী পহেলা জানুয়ারি থেকে বাজারে খোলা তেল বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সান ফ্লাওয়ার ওয়েল, সয়াবিন, পামওয়েলসহ সকল ধরনের তেল ড্রামে সরবরাহ করে আর বিক্রি করা যাবে না। তবে সরিষার তেল টিনের জারে বিক্রি করা যাবে। এই নির্দেশনা অমান্য করলে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা বিধান রয়েছে।

আজ মঙ্গলবার বিএসটিআই’র উপ পরিচালক মো. রিয়াজুল হক এ তথ্য জানান।

তিনি কালের কণ্ঠকে বলেন, ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে সরকার ড্রামে ভোজ্য তেল ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে। কোনো তেলই খোলা রেখে বিক্রি করতে পারবে না। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসায়ীরা নিম্নমানের তেল বিক্রি করে। কিন্তু কারা বিক্রি করে তার নাম ঠিকানা দেওয়া থাকে না। ফলে আমরা বিক্রেতাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারি না। তিন কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত নোংরা পরিবেশে বাজারজাত করা, মান ঠিক না থাকা ও সরবরাহকারীদের ঠিকানা থাকে না। ফলে এমন সিদ্ধন্ত নেওয়া হয়েছে।

কেই যদি বিএসটিআই’র এই নির্দেশনা না মানলে কি ধরণের ব্যবস্থা নেওয়া যাবে? জানতে চাইলে প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার কালের কণ্ঠকে বলেন, এই নিয়মটা একেবারেই নতুন। এটা নিয়ে আমাদের ব্রিফিং করা হবে, যে কিভাবে আইন প্রয়োগ করতে হবে। তবে বিএসটিআই’র ২০১৮ সালের আইনের ৩১ ধারায় অনুযায়ী কেউ যদি এই প্রতিষ্ঠানের কোনো নির্দেশনা না মানে তাহলে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top