করচি টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানে আছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম দেড় শতাধিক রান করেছেন। তবে স্বাগতিকদের শুরুটা এমন ছিল না। ১৯ রানে তাদের দুই উইকেট পড়ে গিয়েছিল।
মজার ব্যাপার হলো, দুটিই ছিল স্টাম্পিং। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো দলের প্রথম দুই আউট স্টাম্পিংয়ে হলো।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। চতুর্থ ওভারে প্রথমবার আক্রমণে এসেই শিকার ধরেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ওই ওভারের তৃতীয় বলে স্টাম্প আউট হন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক (৭)। এরপর ইনিংসে ষষ্ঠ ওভারে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ঘটান নিউজিল্যান্ডের আরেক স্পিনার মাইকেল ব্রেসওয়েল।
তিন নম্বরে নামা শান মাসুদও ৩ রান করে স্টাম্পড হয়ে যান। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এর আগে কখনই কোনো ম্যাচের প্রথম দুই উইকেটের পতন হলো স্টাম্পিংয়ে। এমন বিশ্ব রেকর্ডের সাথে জড়িয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩১৫ রান। বাবর ১৬০* রানে অপরাজিত আছেন।