রেজাউল করিমঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে দুস্থ ও অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ২০২২) সকাল ১১ টার সময় উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদ চত্তরে দুস্থ ও অসহায় গরীব মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ কায়েম ফৌজদার, মোঃ ইয়াহিয়া আল- মামুুন, মোঃ আঃ জব্বার চৌবদার, মোঃ পরেশ উল্ল্যা, মহিলা সদস্য নাছিমা বিবি, শান্তি বিবি, মোরশেদা বিবি, এমদাদুল হক, এরশাদ আলী, শাহার আলী, মিলন সহ- গ্রাম-পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুুষ্টানে ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের তিনবারে সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সহ- সভাপতি ও ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ঝিকরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মানুষের কল্যানে কাজ করছেন। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন ।
বাগমারা ঝিকরা ইউনিয়নে দুস্থ ও অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, চেয়ারম্যান রফিকুল ইসলাম
Share!