বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এমন প্রতিপাদ্যেকে সামনে রেখে বুধবার (১৪ ডিসেম্বর ২০২২) সকাল ১১ টার সময় উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদে অসহায় গরীব মানুষের মাঝে ভিজিডির চাল বিতরণ করেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এ সময় উপস্তিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাহামুুদুুল হাসান, ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক। ভিজিডি কার্ডের সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্তিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মুক্তাদিরুল ইসলাম সোহাগ, সহকারী সচিব মোঃ মানিক উল্ল্যা, এমদাদুল হক, মিলন সহ সকল ইউপি সদস্য , ঝিকরা ক্যাম্পের পুলিশ, গ্রাম- পুুলিশ উপস্থিত ছিলেন।