প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের পূর্ত কাজের সমাপ্তি ঘোষণা করেছেন।
শনিবার (২৬ নভেম্বর) সকালে ভার্চুয়ালি এ ঘোষণা দেন তিনি।
শেখ হাসিনা বলেন, এখানে একটা টানেল হয়েছে দেখে এখনই উদ্বোধন করছি না। আমার ইচ্ছা ছিল দেখার যে, কেমন হলো। নিজে গিয়ে টানেলের টিউবটা দেখে আসতে পারতাম, খুশি হতাম। দ্বিতীয় টিউবের কাজও শেষ; সামান্য কাজ বাকি। বিরাট কাজ বলে মনে করি। টানেল নির্মাণে যারা জড়িত, সবাইকে ধন্যবাদ।’
এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো টানেল জানুয়ারিতে উদ্বোধন করা হবে। টানেলের অভ্যন্তরে ৯৩ শতাংশ কাজ শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে ৭ শতাংশ কাজ। সম্পূর্ণ কাজ শেষ হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এরপর যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।