বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০২২ ) সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদ থেকে এ চাউল বিতরণ করা হয়।
‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নের জন্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধীনে ভি.জি.ডি কার্ডধারীদের চাউল বিতরণ করা হচ্ছে। ২০২১ ও ২০২২ চক্র মাসিক বরাদ্দ প্রতি কার্ডে ৩০ কেজি খাদ্য শস্য চাউল বিতরণ করেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সহ-সভাপতি রফিকুল ইসলাম। এসময় উপস্তিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মানিক প্রামানিক, ইউপি সচিব মুক্তাদিরুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাগমারা ঝিকরায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ
Share!