বাগমারা প্রতিনিধিঃ আসন্ন সারা দেশের ন্যায় রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মীর ইকবাল কাপ-পিরিচ মার্কা প্রতীকে ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের তিনবারে সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ- সভাপতি ও ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
সোমবার অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ৩২ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। আগামীতে সততা ও নিষ্ঠার সাথে রাজশাহীবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান, চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সেই সাথে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদ্যের অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম।
জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল চেয়ারম্যান নির্বাচত হওয়ায় রফিকুল ইসলাম চেয়ারম্যানের অভিনন্দন
Share!