ওমেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে গিয়ে আছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। বিকেল সোয়া ৫টায় শুরু হওয়া খেলাটিতে ১৪ মিনিটেই গোল করে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। মনিকা চাকমার ডান প্রান্ত থেকে করা ক্রস বক্সের মধ্যে দারুণভাবে নিজের স্কিল দেখান শামসুন্নাহার।
এর আগে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় কাদায় পড়ে ব্যথা পান অভিজ্ঞ ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। এরপর তাকে তুলে নেওয়া হয়। মাঠে নামানো হয় শামসুন্নাহার জুনিয়রকে। মাঠে নেমে ৪ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দিলেন বাংলাদেশকে।
Share!