বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঝিকরা ইউনিয়ন পরিষদ থেকে এ চাউল বিতরণ করা হয়।
‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নের জন্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধীনে ভি.জি.ডি কার্ডধারীদের চাউল বিতরণ করা হচ্ছে। ২০২১ ও ২০২২ মাসিক বরাদ্দ প্রতি কার্ডে ৩০ কেজি চাউল বিতরণ করেন ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ- সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। এসময় উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা , ঝিকরা ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার কৃষি উপ-সহকারী জনাব মোঃ ইমাম হাসান মুক্তা, ইউপি সচিব মোঃ মুক্তাদিরুল ইসলাম সোহাগ, ঝিকরা ইউনিয়ন তথ্যসেবা কেন্দের পরিচালক মোঃ মুনজুরুল ইসলাম, সহকারী সচিব মোঃ মানিক মাহমুদ, ইউপি সদস্য,মোঃ কায়েম ফৌজদার, মোঃ মোবারক হোসেন (মুুঞ্জু), মোঃ আঃ রহিম মন্ডল, মোঃ মকলেছুর রহমান, মোছাঃ নাছিমা বিবি, মোছাঃ শান্তি বিবি, মোছাঃ মোরশেদা বিবি, মোঃ মিলন হোসেন,গ্রাম পুলিশ গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাগমারা ঝিকরায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ
Share!