Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রী আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (৩ সেপ্টেম্বর) চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। এ দিন বিকেল ৪টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই মতবিনিময় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে জেলা প্রশাসন।

স্মরণকালের দীর্ঘতম কর্মবিরতিতে দেশের চা শিল্প গভীর সংকটে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসেই ধর্মঘট ভেঙে গত ২৮ আগস্ট কর্মে ফেরেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী কর্তৃক ১২০ টাকা থেকে মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা করায় ইতোপূর্বেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চা শ্রমিকরা। সরকারপ্রধান শনিবার নিজে তাদের মুখ থেকে শুনবেন জীবন সংগ্রামের কথা।

জানা গেছে, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা আলাদা অনুষ্ঠানের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। সেখানে উপস্থিত হবেন সিলেট জেলার ২৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সঙ্গে এ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠান সফল করতে নানা কর্মসূচি অব্যাহত রেখেছেন।

শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, এ অনুষ্ঠান ঘিরে সিলেটে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠ ও আশপাশ এলাকায় গত দুদিন ধরে পুলিশ অবস্থান করে ওই এলাকাকে কঠোর নজরদারিতে রেখেছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top