আর মাত্র কয়েক ঘণ্টা পরেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ। এ দেশ দুটির মধ্যকার ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি চাপ, বাড়তি হইচই।
আর এশিয়া কাপের আজকে ম্যাচটি সেই বাড়তি উত্তেজনায় আরও রসদ যুগিয়েছে। কারণ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একই স্টেডিয়ামে পাকিস্তানের কাছে গো-হারা হেরেছিল ভারত। ফরম্যাটটাও টি-টোয়েন্টি। সেই ম্যাচের পর এই প্রথম দুই দল একে অপরের মুখোমুখি হবে।
পাকিস্তান কি সেই স্মৃতি ফিরিয়ে আনবে নাকি মধুর প্রতিশোধ নেবে ভারত – তা নিয়ে জল্পনার শেষ নেই।
পরিসংখ্যান অবশ্য ভারতের কথা বলছে। দুই দল এর আগে ৯টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ৬টি ম্যাচে, পাকিস্তান ২টি ম্যাচ জিতেছে। ১টি ম্যাচ টাই হয়েছে।
আর যাইহোক, বোঝাই যাচ্ছে আটঘাট বেঁধে সর্বোচ্চ শক্তির একাদশ নিয়েই মাঠে নামবে দুদল। অবশ্য দুই দলই তাদের সেরা একাদশকে পাচ্ছে না আজ।
কারণ চোটের কারণে ছিটকে গেছেন পাকিস্তান ও ভারতের দুই সেরা পেসার শাহিন আফ্রিদি ও জসপ্রিত বুমরা। তাই বোলার নয়; এ ম্যাচে নজর থাকবে দুই দলের দুই তারকা ব্যাটার বাবর আজম ও বিরাট কোহলির ওপর। বাবর টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটার। অন্যদিকে, দীর্ঘদিন রানে নেই ভারতের সাবেক অধিনায়ক।
সম্ভাব্য একাদশ:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, হায়দার আলি, আসিফ আলি, শাদাব খান, মোহম্মদ নওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ।