বাগমারা প্রতিনিধিঃ জাতির জনক ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শেষে- রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে ঝিকরা ইউনিয়ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ শে আগস্ট ২০২২) বিকেলে ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্টানে ঝিকরা ইউনিয়ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটির আহবায়ক মাহাফুুুজ উর্দ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম উজ্জল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন মুহম্মদ আগা খান। এ সময় উপস্তিত ছিলেন, বাগমারা উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের -সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ কবীর ও মোঃ ইসমাইল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোছাঃ শিরিনা পারভিন, মোছাঃ ইতি খাতুন, মোঃ জাহাঙ্গীর আলম বল্টু, মোঃ আফতাব উর্দ্দিন, মোঃ আফজাল হোসেন, আঃ জলিল, মোঃ বাবুল হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত কাউন্সিল শেষে ঝিকরা ইউনিয়ন বাংলাদেশ মুুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলে সর্বসম্মতি ক্রমে ইঞ্জিনিয়ার আবুু সাইদ মোঃ শাহিদুল ইসলাম মামুনকে সভাপতি ও মোঃ মাহাফুজ উর্দ্দিন রানাকে সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক নুরশাদ সরদার এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ শিরিনা পারভিন সহ- ৭১ সদস্য বিশিষ্ট ঝিকরা ইউনিয়ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি বাগমারা উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম উজ্জল।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ঝিকরা ইউনিয়ন কমিটি গঠন
Share!