অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন দ্বাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে আছেন বাংলাদেশের তিন পেসার। তারা হলেন- শফিউল ইসলাম, আল আমিন হোসেন এবং রিপন মণ্ডল। উল্লেখ্য, তারা কেউই এই মুহূর্তে জাতীয় দলে নেই। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রিপন মণ্ডলের এখনো তো আন্তর্জাতিক অভিষেক হয়নি।
আজ বুধবার ১৩টি দেশের মনোনীতি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ আগস্ট জানা যাবে কারা দল পাচ্ছেন। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে একজনই বিগ ব্যাশে খেলেছেন। তিনি সাকিব আল হাসান। তিনি ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন।
এই তিন ক্রিকেটারের কেউ বিগ ব্যাশে দল পেলে বিসিবি থেকে এনওসি (অনাপত্তিপত্র) পাবেন কি না তা নিয়ে কিছুটা সংশয় আছে। কারণ বিগ ব্যাশের পরবর্তী আসর শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। আর আগামী ৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি