শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে উইকেট হারিয়ে ১৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
আউট হওয়ার আগে ২৮ বলে ৫৪ রান করেছিলেন রায়ান বার্ল। ২টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন তিনি ৬টি।
লুক জংউই ২০ বলে করেন ৩৫ রান। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মারেন ২টি। যদিও একই ওভারে এই দু’জনকেই সাজঘরের পথ দেখান তরুণ পেসার হাসান মাহমুদ।
তার সঙ্গে ২টি করে উইকেট নেন নাসুম আহমেদও। ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ এবং মাহমুদউল্লাহ রিয়াদও
Share!