অধ্যবসায়ের প্রতিদান হিসেবে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। টিলার কোহেন নামের ওই ব্যক্তি ৩৯ বারের চেষ্টায় এই চাকরি পেতে সক্ষম হয়েছেন।
চাকরির আবেদনের জন্য টিলার কোহেনের পাঠানো ই-মেইলগুলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
টিলর কোহেন গত ১৯ জুলাই গুগল কর্তৃপক্ষের কাছে সর্বশেষ ই-মেইল পাঠান।
এর পরই গুগল তাকে নিয়োগের খবর দেয়।
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর বাসিন্দা কোহেন গুগলে চাকরির প্রস্তাব পাওয়ার আগে একটি খাদ্যসরবাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।
নিজের লিংকডইন প্রোফাইলে কোহেন লিখেছেন, ‘অধ্যবসায় ও পাগলামির মধ্যে পার্থক্যটা সূক্ষ্ম। এখনো বোঝার চেষ্টা করছি, আমার মধ্যে কোনটা রয়েছে। ৩৯ বার প্রত্যাখানের পর, একটি গৃহীত। ’
টিলার কোহেনের পোস্টে ৩৫ হাজার মানুষ লাইক দিয়েছে। এছাড়া হয়েছে আটশ’ মন্তব্য। স্ক্রিনশটগুলোতে দেখা যায়, ২০১৯ সালের ২৫ আগস্ট তিনি প্রথম ই-মেইল পাঠিয়েছিলেন।