প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের সময় জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় বসে সরকার যেসব প্রতিশ্রুতি ভুলে যায়নি।
রোববার (৩ জুলাই) মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার যে মানুষের সেবা করার জন্য সেটা মানুষ ভুলেই গিয়েছিল। নির্বাচনের সময় জনগণের কাছে আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিলে তা ভুলে যায়নি।
করোনা ও ইউক্রেন যুদ্ধের মাঝেও সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার কারণে দেশ এগিয়ে চলছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুর কারণে ঢাকায় যানবাহনের চাপ বাড়বে। সেজন্য ঢাকার চারপাশে রিং রোড করতে গুরুত্বারোপ করেন তিনি।