সশস্ত্র বাহিনীসহ সকল নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছিল তারা ধ্বংসাত্মক কিছু করতে পারে, তাই ২৫ জুন সেতুর উদ্বোধন না-ও হতে পারে।’
আজ বুধবার(১৫ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি বড় চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছি। যারা এর বিরোধিতা করেছে তাদের একটা টার্গেট আছে। আমরা কিছু তথ্য পেয়েছি, এমন একটি ঘটনা ঘটতে পারে যাতে আমরা ২৫ জুন সেতুটি খুলতে না পারি। তবে আমরা জানি না তারা ঠিক কী করবে।’
এসময় দেশে পরপর কয়েকটি আগুনের ঘটনা রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান ও পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার সদস্যদের রূপপুর পাওয়ার প্লান্ট, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখতে সজাগ থাকতে বলেন।’
সরকার প্রধান বলেন, ‘যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে সতর্ক বলব।’