মাহাবুব তালুকদার:
শরীয়তপুরের ভেদরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১২জুন) বিকেল ৫ টার সময় ভেদরগঞ্জ উপজেলার সাংবাদিকদের মিলনায়তনে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুন।
যায়যায়দিন পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন (হিরু’র) সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ফারুক আহমেদ, উপজেলা সহকারী প্রকৌশলী কর্মকর্তা গিয়াসউদ্দিন, দৈনিক হুংকার পত্রিকার বার্তা সম্পাদক এম হারুন অর রশিদ,সাপ্তাহিক আজকের পত্রিকার সম্পাদক টি.এম. গোলাম মোস্তফা, ডামুড্যা রিপোর্টর্স ইউনিটির সভাপতি মিরাজ সিকদার,সাধারন সম্পাদক রিয়াদ মাতবর, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আসাদউল্লাহ গাজী, দৈনিক যুগান্তর পত্রিকার ভেদরগঞ্জ প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি রাইজুল আলম, চ্যানেল এস’র প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক আমার সংবাদের ভেদরগঞ্জ প্রতিনিধি মাসুম তালুকদার, দৈনিক নিউজ ফেয়ার পত্রিকার (দৈনিক অনলাইন ও জাতীয় সংবাদ সংস্থা) শরীয়তপুর প্রতিনিধি মাহাবুব তালুকদার, দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রতিনিধি বাবু সিকদার, সাংবাদিক সাদ্দাম হোসেন, সাংবাদিক মনোয়ার হোসেন দিবু সহ প্রমুখ।