Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

এটা গরিব রক্ষার বাজেট : ওবায়দুল কাদের

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গরিবের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (৯ জুন) বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব দিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়ে নজর দেওয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট।

বিজ্ঞাপন

করোনাপরবর্তী সময়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট।
তিনি আরো বলেন, এই বাজেট মানবিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়ে নজর দেওয়া হয়েছে। প্রস্তাবিত এ বাজেট গরিবের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট।

এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top