সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিক শুক্কুর আলীর মাধ্যমে সীমান্ত মদ,গাঁজা হিরোইনসহ নারী পাচারের মতো বড় ধরনের অপরাধ কর্মকান্ড সংঘটিত হলেও দেখার যেন কেহ নেই। এই ঘটনায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. রোমান মিয়া তাহিরপুরে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিক শুক্কুর আলীকে অভিযুক্ত করে গত ১২ই মে পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মধ্য তাহিরপুর গ্রামে ভিনদেশী ভারতীয় পশ্চিম বঙ্গের কলকাতার নাগরিক হিসেবে মো. শুক্কুর আলী দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করে আসছেন। তাহিরপুর থানার লোকজন তাকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নাগরিক হিসেবে চিনেন। সে অন্য একজন নাগরিকের নামে যশোর জেলার বেনাপুল পৌরসভার জন্ম নিবন্ধন কার্ড সংগ্রহ করে তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুরে বসবাস করে আসছেন। তিনি সীমান্তবর্তী ভারতের মেঘালয় থেকে প্রতিনিয়ত গভীর রাতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় মদ,গাঁজা ফেনসিডিল,হিরোইন ও ইয়াবার চালান বাংলাদেশে নির্বিঘেœ নিয়ে আসছেন। পরবর্তীতে এই অবৈধ নেশা জাতীয় দ্রব্য একটি সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্নস্থানে পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। তাহার কাছে যশোর জেলার বেনাপোল পৌরসভার একটি জন্ম নিবন্ধন কার্ড আছে অথচ উক্ত জন্ম নিবন্ধন কার্ড এর বিষয়ে বেনাপোল পৌরসভার মেয়র আশ্ররাফুল আলম লিটনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন শুকুর আলী নামধারী ব্যক্তি টি ভারতে নাগরিক ঠিক । কিন্তু একটি দালাল চক্র অসৎ উপায় অবলম্বন করে এই কার্ড টি করেছে আমি এই জন্ম নিবন্ধন কার্ডটি বাতিল করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তবে তিনি নিশ্চিত করে স্বীকার করেন যে শুকুর আলী কলকাতার বনগাঁও এলাকার নাগরিক। বর্নিত শুকুর আলীর মা বাবা ভাই বোন পিতৃ পরিচয় বাংলাদেশের কোন জায়গায় নাই। এমন কি তাহার পাসপোর্ট, ভিসা, এনআইডি কার্ড কোন কিছুই নাই। এই অবৈধ লোকের অসামাজিক কার্যকলাপ মাদক বাণিজ্য এভাবে চলতে থাকলে তাহিরপুর,সুনামগঞ্জ জেলার যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে বিপদগামিহচ্ছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। তাহিরপুরের সীমান্তে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিক শুক্কুর আলীর বিরুদ্ধে পুলিশ সুপার বরাবরের অনুলিপিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, ডিআইজি সিলেট ,ডিএসবি সুনামগঞ্জ বরাবরে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে অভিযোগকারী রোমান মিয়া মোবাইল ফোনে সাংবাদিকদের জানান আমার অভিযোগের কপি তাহিরপুর থানায় আসে।
এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার পুলিশ সুপারের নিকট ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, এই নাগরিকের বিষয়টি অনুসন্ধান চলছে।