Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দেরিতে আসায় জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ জীবন

জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের গতকাল সোমবার ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন একদিন দেরি করে ফেলেছেন। যে কারণে আজ মঙ্গলবার ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেননি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। তার জায়গায় সাইফ স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনকে ডাকা হয়েছে।

এই ঘটনার পর শৃঙ্খলার বিষয়ে বাফুফের কঠোর অবস্থানের কথা গণমাধ্যমকে জানিয়েছেন টিম ম্যানেজার ইকবাল হোসেন। তবে জীবন দাবি করেছেন, ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে। তিনি বলেন, ‘জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে সবসময় ফোন অথবা মুঠোফোনে বার্তা দেওয়া হয়। সেটা এবার আমি পাইনি। ফলে ক্যাম্প শুরুর বিষয়টা আমি জানতাম না। ইকবাল ভাই আমাকে ফোন দিয়েছিলেন গতকাল সন্ধ্যার পর। জানতে চেয়েছিলেন আমি কোথায় আছি। তখন আমি বগুড়ার গ্রামের বাড়িতে। ‘

জীবন বলেন, ‘এটা শুনে তড়িঘড়ি করে রওনা দিয়েছি। রাস্তায় যানজট ছিল, তাছাড়া ঝড় হওয়ায় দেরি হয়েছে। ক্যাম্পে আসার পর কোচ আমাকে ক্যাম্পে যোগ দিতে নিষেধ করেন। আমি কোচকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই আমি চলে এসেছি। এরপর বাফুফেতে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে বলা হয়েছে, আমার সঙ্গে নাকি যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে গ্রামের বাড়িতে থাকায় হয়তো তারা আমাকে ফোনে পাননি। কোচ বলেছেন বাফুফের কাছে যা বলার বলতে। ক্যারিয়ারে কখনোই এমনটা হয়নি। শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে। ‘

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top