বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় ব্যাটালিয়ন সদস্য মরহুম আঃ ছালাম খাঁ এর রুহের মাগফিরাত কামনা করে ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসা মাঠে অসহায় গরীব, হাফেজিয়া মাদ্রাসার ছাত্র, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, আত্নীয় স্বজন সহ-বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। মরহুম ব্যাটালিয়ন সদস্য আঃ ছালাম খাঁর স্ত্রীর উদ্যোগে (১৪ এপ্রিল ২০২২)বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ইফতারের পৃর্বে মরহুম আঃ ছালাম খাঁ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্তিত ছিলেন,বাগমারা উপজেলা আ,লীগের সহ-সভাপতি এ কে এম আফতাব উর্দ্দিন আবুল,ঝিকরা ইউনিয়ন আ,লীগের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ছালাম প্রামাণিক, বাগমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ জলিল মাষ্টার, ঝিকরা ক্যাম্পের এস আই মোঃ কামরুল ইসলাম, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ ছামাদ প্রামাণিক, ঝাড়গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ রাজ্জাক দেওয়ান, ইউপি সদস্য মোঃ আব্দুল জব্বার চৌরদার, মোঃ মোবারক হোসেন মুঞ্জু, মোঃ আঃ রহিম মন্ডল, মোঃ শাহাদাৎ হোসেন। মোঃ হাবিবুর রহমান, মোঃ শাহার আলী, মোঃ আবুল কালাম,মোঃ এমদাদুল হক সহ-বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও আত্নীয় স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য ১৫৬০ জন মানুষ কে ইফতার খাওয়ানো হয়। ইফতার ও দোয়া মাহফিল সার্বিক পরিচালনা করেন মহুরম আঃ ছালাম খাঁর ভাই মোঃ সাইদ খাঁ।
বাগমারায় মরহুম ব্যাটালিয়ন সদস্য আঃ ছালাম খাঁ এর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
Share!