Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আমরা কিংবদন্তি এস.এস.সি ২০০০ ব‍্যাচের ইফতার মাহফিল ও স্বরন সভা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহঃ) উচ্চবিদ্যালয়ের ” আমরা কিংবদন্তি এস.এস.সি২০০০ ব‍্যাচের” আয়োজনে ইফতার মাহফিল ও প্রয়াত শিক্ষকদের, মরহুম বন্ধু ইলিয়াসের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল ০৮-০৪-২০২২ ইংরেজি তারিখে ড্রিম ভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে এস.এস.সি ২০০০ ব‍্যাচের দেশে অবস্থানরত প্রায় সবাই উপস্থিত ছিল। উক্ত অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকদের, বন্ধু ইলিয়াসের জন‍্য শোক প্রকাশ,মাগফিরাত ও দোয়া কামনায় মোনাজাত করা হয়। আরেক বন্ধু মোহাম্মদ জাহাঙ্গীরের মেঝ ছেলের জন্য রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। এই আয়োজনের যারা বিশেষ কাজ করেছেন বন্ধু আরমান,জালাল,রফিক,রুবেল,নেজামসহ অনেকে তাদের প্রতি ধন‍্যবাদ জ্ঞাপন করা হয় ২০০০ ব‍্যাচের পক্ষ হতে। এতে আরো সিদ্ধান্ত হয় যে ঈদের ৩য় দিন পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবাইকে স্বস্ত্রীক উপস্থিত থাকার জ‍ন‍্য অনুরোধ জানানো হয়। নিউজ গ্রুপের সম্পাদক জনাব টি.এ.কে আজাদও চট্টগ্রামের ব‍্যুরোপ্রধান (২০০০ব‍্যাচের বন্ধু ) মোহাম্মদ জালাল উদ্দিন পুনর্মিলন অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top