সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ এপ্রিল ২০২২ থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। জেলাভেদে পর্যায়ক্রমে ৫ ধাপে এই পরীক্ষা শেষ হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি।
সম্প্রতি পরীক্ষার কেন্দ্র নির্বাচন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকার বিভিন্ন কেন্দ্রে নেওয়া হবে ১, ৮, ১৫, ২২ ও ২৮ এপ্রিল ২০২২।
এদিকে পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও মোটামুটি শেষ হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে দুই শিফটে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় আর দ্বিতীয় শিফট বিকাল ৩টায় হবে।
লিখিত পরীক্ষায় যেসব প্রার্থীরা পাস করবেন, তাদের পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
২০২০ সালের ২০ অক্টোবর ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর । অবসরজনিত কারণে ইতোমধ্যে আরো ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এই অবস্থায় সব মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।