বাগমারা প্রতিনিধিঃ প্রতিটি পুরুষের সাফল্যের পেছনে অধ্যবসায়, কর্মনিষ্ঠা ও একাগ্রতা যেমন থাকতে হয়, তেমনি আড়ালে থাকতে হয় একজন প্রেরণাময়ী নারী। নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম যেমনটি বলেছেন, ‘কোন কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে এই নারী।’
রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মরুগ্রাম থেকে উঠে আসা একজন মোঃ রফিকুল ইসলাম সাফল্যের ক্ষেত্রেও আড়াল থেকে তাকে সুন্দরের অভিযাত্রায় এগিয়ে নিয়েছেন তেমনি একজন অসম্ভব মমতাময়ী প্রেরণাদাত্রী নারী, যার নাম ফাইমা বিবি
৩ রা মার্চ ২০২২ বৃহস্পতিবার সন্ধ্যার সময় ঝিকরা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারমান মোঃ রফিকুল ইসলামের ২৪ বছরের দাম্পত্য জীবনের সবচেয়ে কাছের মানুষ ফাইমা বিবি প্রেরণা ও সহযোগিতাই এই জননেতাকে ঝিকরা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে বলে স্বয়ং রফিকুল ইসলাম ও অকপটে স্বীকার করেন।
নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাইমা বিবি। পরিবারের ০৩/০৩/১৯৯৭ সালের গ্রামের তরুণের মন কেড়ে নেন। আকাশ ছোঁয়ার স্বপ্নে শক্তি আর সাহস জোগাতে নেপথ্য থেকে অনুপ্রেরণা দিতে থাকেন এই নারী।