নিজস্ব প্রতিনিবেদক, বাগমারা : নিজ ইউনিয়নের জনসাধারণকে আমন্ত্রণ করে জনতার সেবক হওয়ার ঘোষণা দিয়ে দায়িত্বভার গ্রহন করলেন রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত আ,লীগ (বিদ্রোহী) স্বতন্ত্র চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও ইউপি সদস্যরা।
বৃহস্পতিবার(২৪ফেব্রয়ারী) সকাল ১০ টার সময় ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে ঝিকরা ইউপির সচিব মোঃ মুক্তাদিরুল ইসলাম (সোহাগ) নব -নির্বাচিত ঝিকরা ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এর নিকট দায়িত্ব বুঝে দেন। দায়িত্বভার গ্রহন উপলক্ষ্যে এদিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঝিকরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব ভার গ্রহণ অনুষ্টানে ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে নব-নির্বাচিত চেয়ারম্যানের সুযোগ্য পুত্র মোঃ ফাইসাল আহমেদ (সজিব) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সালাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। ইউনিয়নের নব নির্বাচিত (১,২,৩) নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ নাছিমা বিবি ,(৪,৫,৬) নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ শান্তি বিবি,(৭৮৯) ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছা মোরশেদা বিবি, সাধারণ ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ পরেশ উল্ল্যা, সাধারণ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক, সাধারণ ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোকলেছুর রহমান, সাধারণ ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আঃ রহিম মন্ডল, সাধারণ ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাদৎ হোসেন , ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন (মঞ্জু) ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আঃ জব্বার, সাধারণ ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কায়েম উর্দ্দিন ফৌজদার, সাধারণ ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইয়াহিয়া আল-মামুন, এ সময় আরো উপস্তিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আ,লীগ নেতা মোঃ সিরাজ মাষ্টার, ঝিকরা ইউনিয়ন আ,লীগের সহ- সভাপতি মোঃ মকছেদ আলী পোষ্ট মাষ্টার, ৫নং ওয়ার্ড আ,লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, ৬নং ওয়ার্ড আ,লীগের সভাপতি মোঃ সেকেন্দার আলী ও সাধারণ সম্পাদক মোঃ সির্দ্দিকুর রহমান সহ-ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।
নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম তিনি তার বক্তব্যের শুরুতেই ইউনিয়নের জনসাধারণ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করায় ইউনিয়নবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, ইউনিয়নবাসী যে প্রত্যাশা নিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। স্থানীয় সংসদ সদস্য,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর প্রত্যাশা পুরন করতে যথাসাধ্য চেষ্টা করবেন ।
তিনি আরো বলেন, আমি ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের সেবক হতে চাই। এখানে কোন দুর্নীতির সুযোগ থাকবেনা। আমি প্রকৃত অসহায়দের সহায়তায় কাজ করতে চাই। আমি ভুল করলে অকপটে পরামর্শ দেবেন আমি এটাকে পাথেয় মনে করে কাজ করবো। তার এ বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে ইউনিয়নবাসী।
এছাড়া তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এ জন্য দলমত নির্বিশেষে ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। শেষে দোয়া পরিচালনা করেন ঝিকরা ইউনিয়নের নামকান গ্রামের অন্ধ হাফেজ মাওলানা মোঃ শাহাজান আলী।