প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ে ঠিকমতো লড়াই করতে পারেনি সিলেট। কুমিল্লার সাথে মাত্র ৯৬ রানে অল আউট হয়ে হারতে হয়েছিল ২ উইকেটে। তবে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে সিলেট সানরাইজার্স।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে লড়াইয়ে ফিরেছে মোসাদ্দেক শিবির।
আগে ব্যাট করতে নেমে সিলেটের বোলিং তোপে মাত্র ১৮.৪ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহর ঢাকা। জবাবে সিলেট জয়ের বন্দরে পৌঁছায় ১৮ বল হাতে রেখে, উইকেট পতন তিনটি। চার ম্যাচে ঢাকার এটি তৃতীয় হার। দুই ম্যাচে সিলেটের প্রথম জয়।
সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই ছিল সিলেটের। উদ্বোধনী জুটিতে রানের গতি বাড়ান লেন্ডল সিমন্স ও এনামুল হক বিজয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দশার মধ্যে ছিল ঢাকা। দলীয় ৯ রানের মধ্যে হারায় তারা দুই ওপেনারকে। ম্যাচের দ্বিতীয় ওভারে সোহাগের টানা তিন বলে রান না পেয়ে অস্থির হয়ে মারতে গিয়ে স্টাম্পড হন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ (৭ বলে ৫)। পরের ওভারে মোসাদ্দেকের বলে এলবিডব্লিউ তামিম ইকবাল (৫ বলে ৩)। যদিও আউটের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখা যায় তামিমের মধ্যে।