#কবিতাঃ বাংলার স্বাধীনতা
এফ.এম শোয়েব হাসান
লক্ষ শহীদের রক্তে কেনা,
বাংলার স্বাধীননতা,
জীবন দিয়ে করেছো যুদ্ধ,
করোনি সমঝোতা।
দেশের তরে উৎসর্গ,
করেছিলে তাজা প্রান,
জীবন দিয়ে রাখবো মোরা,
স্বাধীনতার মান।
তোমাদের ভয়ে পালিয়েছিলো,
পাকিস্থানি-হানাদার,
তাই মোরা সালাম জানাই,
শত হাজার বার।
তোমরাইতো উরিয়ে দিলে,
হানাদারের ঘাটি,
তোমাদের তরে মুক্ত হয়েছিল,
বাংলাদেশর মাটি।
উর্দু ভাষায় বাঙালির সাথে,
করতো চটাং চটাং,
তোমাদের ভয়ে হয়েছিল,
ওরাই চিৎপটাং।
কত নারী হানাদারের কাছে,
হয়েছিল বীরাঙ্গনা,
আজও কি আমরা পেরেছি দিতে,
সেই সম্মাননা।
তোমারাই তো সেই বীরাঙ্গনা,
তোমারাই সেই বীর,
তোমাদের কাছে নত হয়েছিল,
পাকিস্তানিদের শির।
তোমাদের হাতেই এসেছিলো,
বাংলার স্বাধীনতা,
তোমরাই সেই বীর মুক্তিযোদ্ধা,
ইতিহাসে থাকবে লেখা।