মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য পরীতোষ বাড়ৈ মোটরসাইকেল চাপায় মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ডাসার উপজেলার শশিকর চৌমাথা মল্লিকবাড়ির সামনে এ ঘটনা ঘটে। তার অকাল মৃত্যুতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীভূতী ভূষন বাড়ৈ গভীর শোক প্রকাশ করেন।
বিভূতী ভূষন বলেন, আমরা তার আত্মার চির শান্তি কামনা করছি ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
নিহত ইউপি মেম্বার পরিতোষ বাড়ৈ (৪৫) ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের সুবল বাড়ৈর ছেলে বলে জানিয়েছেন নব নির্বাচিত নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার। সদ্য ১১ নভেম্বর ইউপি নির্বাচনে নবগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বার পরিতোষ বাড়ৈর নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়।
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে দুই বছরের এক শিশুকে নিয়ে পরিতোষ বাড়ৈর শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের কাছেই সড়ক দিয়ে হাটছিল। এসময় একটি দ্রুতগতির মটরসাইকেল পরিতোষকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে দ্রুত স্থানীয় লোকজন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত আমরা ঘাতক মটরসাইকেল চালককে আটক করতে পারিনি। তবে চেষ্টা চলছে।