নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি এবং নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে সড়কে অবস্থান নিয়েছেন কয়েক শ শিক্ষার্থী।
আজ রোববার দুপুর ১২টার দিকে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় তাদের ‘হাফ পাস না নিলে, দেখি গাড়ি কেমনে চলে’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’- স্লোগান দিতে দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তেজগাঁও সরকারি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, মুন্সি আব্দুর রউফ কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ, ধানমন্ডি গর্ভমেন্ট বয়েজ হাই স্কুলসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন।
সড়কে অবস্থান নিয়ে কয়েক শ শিক্ষার্থী নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে স্লোগান দেন।
শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হলেও অ্যাম্বুলেন্স ও ওষুধ কোম্পানির গাড়ির মতো জরুরি সেবার কাজে থাকা যান চলাচলের পথ করে দেওয়া হয়।