Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম
একজন সমাজ সেবক এর দেশ ও মানুষের স্বার্থে কিছু বার্তা।

একজন সমাজ সেবক এর দেশ ও মানুষের স্বার্থে কিছু বার্তা।

সম্মানিত সূধী, আস্সালামু ওয়ালাইকুম। সারা দেশ জুড়ে চলছে ইউপি নির্বাচন, তাই দেশের স্বার্থে, সবার স্বার্থে সব সময় স্বরণ রাখবেন।

১) দুশচরিত্রবান বন্ধুর চেয়ে সৎ চরিত্রবান শত্রুও অনেক ভাল।
২) পরোপকারী প্রতিবেশী, (পরিচিত জন) স্বার্থপর ভাই এর চেয়ে উত্তম।
৩) ভীরু শতজনের চেয়ে সাহসী দশ জন-ই জয়ের জন্য যথেষ্ট।
৪) নীরব হাজার জনের চেয়ে প্রতিবাদী একজন-ই পারে সমাজ কে পাল্টে দিতে।

তাই ভীরু চরিত্রহীন ও স্বার্থপর লোকদেরকে বয়কট করবেন, আর মনে রাখবেন দূর্নীতি বাজরা  আমাদের সামান্য স্বার্থের বিনিময়ে বৃহত্তর স্বার্থ আদায় করে নেয় সব সময়।

যেহেতু আপনার ভোটেই নির্বাচিত হবে আপনার (জনগনের) অভিভাবক, আর তার হাতেই দায়িত্ব থাকবে এলাকার উন্নয়ন ও বিচারের। তাই জনগনের এই অভিভাবকটি যেন হয় সৎ, যোগ্য ও প্রতিবাদী। তাহলে দেশের হবে উন্নয়ন, জনগনের হবে শান্তি।

আর একটি কথা মনে রাখবেন, নির্বাচনে যারা টাকা ‍দিয়ে ভোট কিনতে চায় তারা অবশ্যই দূর্নীতিবাজ স্বার্থপর ও খারাপ লোক, তাই এদের থেকে সাবধান থাকুন, সামান্য টাকা ‍দিয়ে আপনার প্রকৃত অধিকারকে সে কিনে নিচ্ছে। তাই নির্বাচনের পর তার স্বার্থপরতা বা অপকর্মের জন্য আপনি তাকে দায়ী করতে পারবেন না। কারণ আপনি আপনার স্বার্থ দেখে সামান্য টাকার বিনিময়ে ভোট দিয়েছেন , সে তার স্বার্থ দেখবে এটাই স্বাভাবিক, সুতরাং আপনি স্বার্থহীন ভাবে সৎ প্রতিবাদী সাহসী ও যোগ্য লোককে ভোট দিন, সে ও তার যোগ্যতা দিয়ে আপনাদের উপকারের চেষ্টা করবে।

অতএব, আসুন আমরা প্রতিজ্ঞা করি দূর্নীতিবাজদের কাছে আমাদের ভোট বিক্রি করব না, আমরা সৎ ও যোগ্য লোককে ভোট দিব, আমাদের জনগণের পাওনা আমরা তার কাছ থেকে বুঝে নিবো।

প্রচারে,
মোঃ মহিদুল ইসলাম
সহঃ সচিবঃ বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন
সদস্য (কেন্দ্রীয় কমিটি), ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top