Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী এ কে এম আফতাব উর্দ্দিন আবুল এর গণ সংযোগ

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ এ কে এম আফতাব উর্দ্দিন আবুল সোমবার (৮ নভেম্বর ২০২১) বিকালে ঝিকরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন নৌকা মার্কা প্রত্যাশা করেছেন।

জানা গেছে, এ বছর করোনা কালীন সময়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী হয়ে ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন নিজের সাধ্যমত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং উদীয়মান নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ঝিকরা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব। নৌকা প্রতিক পেয়ে নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে।

তিনি আরো বলেন, ছোট বেলা থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশনিয়ে ছাত্র রাজনীতি থেকে অথ্যবধি পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছি। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে ইউনিয়নের সাধারণ জনগন আমাকে ইউনিয়নের চেয়ারম্যান পদে চাইছেন, তাই দলীয় সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,র কাছে দলীয় মনোনয়ন নৌকা মার্কা প্রত্যাশা করছি।

এ সময় উপস্তিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ মতিন মন্ডল, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফর হোসেন, আওয়ামীলীগের ইউনিয়ন কমিটির সদস্য মোঃ রাশেদ কবীর ৫নং ওয়ার্ড আ,লীগের -সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাচ্ছু, ৫নং ওয়ার্ড কৃষকলীগের -সভাপতি মোঃ আলতাফ হোসেন, যুবলীগ নেতা মোজাফ্ফর হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ সাজেদুর রহমান সহ অন্যান্য নেতবৃন্দ ও সমর্থক সাথে ছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top