বাগমারা প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজশাহীর বাগমারা উপজেলার গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় দফায় গণটিকার ডোজ দেওয়া কার্যক্রম অনুষ্টিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে ৯ টার সময় উপজেলার ঝিকরা ইউনিয়নের গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এ গণটিকা দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম অনুষ্টিত হয়েছে।
গণটিকা কার্যক্রম অনুষ্টানে উপস্তিত ছিলেন গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ বেলী খাতুন, ঝিকরা ইউনিয়ন পরিবার পরিকল্পনা এ পি আই আঃ মজিদ প্রামানিক, মোছাঃ সেলিনা পারভিন এইচ এ ,মোছাঃ রাবিয়া বানু ,ইউরোপা বানু এম ভি,গুনিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সি এইচ সিপি মোঃ আব্দুল হালিম, রায়নগর কমিউনিটি ক্লিনিকের সি এইচ সিপি মোছাঃ রেখা খাতুন, মোছাঃ রোজিফা খাতুন, গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের -সভাপতি মোঃ হাবিবুর রহমান ও -সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাচ্ছু,ঝিকরা ক্যাম্পের পুলিশ, টিকাদান কর্মী,আনসার সদস্য সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ বেলী খাতুন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর,তাঁরই সুযোগ্য কন্যা,মাদার অব হিউম্যানিটি,চ্যাম্পিয়ন অব দি আর্থ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন,টিকা কার্ড দেখিয়ে ৩০ অক্টোবর শনিবার শুধু তাদেরই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।