বাগমারা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি এ্যাডঃ এ কে এম আফতাফ উর্দ্দিন আবুল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন।
গত শুক্রবার ১৫ অক্টোবর ঝিকরা ইউনিয়নে এ শোভাযাত্রা করেন তিনি।
বিকাল ৩ টায় ঝিকরা বাজার থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং স্থানীয় সর্বস্তরের জনগণসহ প্রায় পাঁচশত লোক অংশ নেয়।
শোভাযাত্রাটি ইউনিয়নের ঝিকরা বাজার থেকে শুরু করে বারুইপাড়া , কালিগঞ্জ বাজার, মদাখালী বাজার, ঝাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় বাজার, রনশিবাড়ি বাজার সহ- পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করেন। এ সময় থেমে থেমে বিভিন্ন বাজারে এলাকার জনগণের সঙ্গে কুশল বিনিময় ও পথসভা করেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ এ কে এম আফতাব উর্দ্দিন আবুল।
শোভাযাত্রায় আফতাব উর্দ্দিন আবুল বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,র হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবি করেছি। এছাড়া এলাকার উন্নয়ন, এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে চাই।’
আফতাব উর্দ্দিন আবুল দাবি করে বলেন, ‘দল থেকে আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হতে পারব এমনটিই প্রত্যাশা।
আফতাব উর্দ্দিন আবুল ঝিকরা ইউনিয়নের ঝিকরা ফৌজদার পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহুরম মৃত আহাদ আলী ফৌজদারের ছেলে। আবুল তাঁর নিজ এলাকায় একজন উকিল সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ঝিকরা টেকনিক্যাল বি এম কলেজের অধ্যক্ষ হিসেবে পরিচিত।